আমরা গত শুক্রবার(০১,এপ্রিল,২০১১) এই স্পটটিতে যায়।এটি উদ্বোদন হয়েছে মাত্র মাস খানিক আগে।তাই এখনও বিউটিফিকেসনের কাজ চলছে,কিন্তু এখনই বলা যায় এটি হবে একটি দারুন পিকনিক স্পট।নীল হ্রদ,পাহাড় ঘেরা পরিবেশ,সুউচ্চ অবস্থান ,গাড়ী পার্কিং এর ভালো সুবিধা সবমিলে এ স্পটটি অবশ্যই জনপ্রিয় হবে।
এর অবস্থান হলো চট্টগ্রামের মীরসরাই অন্তর্গত ঠাকুর দিঘীর পুবে।কাউকে যেতে হলে প্রথম মীরসরাইয়ের মিঠাছরা বাজার পেড়িয়ে ঠাকুরদিঘী আসতে হবে,এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে।এখান থেকে রাস্তার পুবদিকে দেড় কিঃমিঃ গেলেই প্রকল্প।কিছু ছবি দিলামঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন