রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

দুটি জাপানি হাগুমুতু হাইকু।

একবার এক লোকের খুব হাগা ধরছে।আশেপাশে কোন বাথরুমের নিশানা না পেয়ে সে যখন আল্লাহকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলছে, ইত্যবসরে গুয়ের হালকা লেঞ্জাও বেরিয়ে প্রায় যাচ্ছে।সেসময় সে আর কোন উপায় না দেখে পাশের পুকুরে একেবারে ঝপাং করে ঝাপিয়ে পড়ে ডুবিয়ে ডুবিয়ে মান-ইজ্জত রক্ষা করে ফেলছে।আর কর্মকান্ড সেরে পুকুর ঘাটে উঠে উতসুক জনতাকে জানালো, ছোটবেলা থেকেই পুকুর আমার রক্তে ,আজকে চোখের সামনে পুকুর দেখে আর থাকতে পারলাম না।
আরেকবার আরেক লোক বৃষ্টির মধ্যে অপেক্ষমান থাকা অবস্থায় তীব্র মুতু চাপে।মুত্রত্যাগ থামাতে না পেরে সেও দৌড়ে বৃষ্টিতে ভেজা শুরু করে এবং মান-ইজ্জত রক্ষা করে বৃষ্টির সাথে একাত্মবোধ ঘোষনা করে।সবাইকে এসে জানায়,বৃষ্টি ছোটবেলা থেকে আমার রক্তে।আজ চোখের সামনে বৃষ্টি দেখে আর ধরে রাখতে পারলাম না।ছেড়েই দিলাম।
- দুটি জাপানি হাগুমুতু হাইকু,কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলে গেলে কবি দায়ী নয়।মানে কোনমতেই দায় নেবে না। হাগামুতা কবির দুই চক্ষের বিষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...