একটা লোক(ধরেন,একটা অত্যাচারী সরকার) শীতের রাতে লেপের ভেতর ক্রমাগত পেঁদে যাচ্ছে।লেপের অন্যান্য বাসিন্দাদের(ধরেন,নিরীহ জনগন) প্রান ওষ্ঠাগত হয়ে যাচ্ছে,কিন্তু শীতের জ্বালায় তারা বেরোতে পারছে না।তাই তারা মুখে সাহস করে বলতে অপারগ হয়ে হাবেভাবে বুঝাচ্ছে,ভাইরে,একটু রয়েসয়ে দিন ,এতো ঘন ঘন কেনো? তাতে হিতে বিপরীত হলো। এবার সে একপাশ হয়ে শুয়ে ছাড়া শুরু করলো,আগেই ভালো ছিলো ,চিত হয়ে ছাড়তে ছিলো।
এবার লেপের নিরীহ বাসিন্দারা হাল্কা গলা খাকড়ানি দিয়ে বললো, ভাই, একটু দয়া করেন। বাখরাবাদ গ্যাসের লোকটি ঈষৎ বিরক্ত হয়ে বললো, এগুলা কি,একটু কি ঘুমাতেও পারবো না। আর পাদের গন্ধে পৃথিবীর কোথাও কেউ মরে যায়নি।চুপ থাকুন।আর এতোবেশী খারাপ লাগলে লেপের তলা থেকে বের হয়ে যান।যত্তোসব ! এটা বলেই শরীরে ঘুড়ির নাটাইয়ে যেভাবে সুতা বেড়ানো হয় সেভাবে শরীর মুড়িয়ে বাকি অনেকটা লেপ নিজের গায়ে জড়িয়ে নেয়। লেপের বাসিন্দারা সকালের অপেক্ষায় আছে।উফ! সুর্য যে এতো উপকারী লেপের তলায় না আসলে কখনোই বোঝা যেতো না।
- একটি নিরীহ ছোট গল্প।বাস্তবের কিছুর সাথে মিলে গেলে লেখক দায়ি নয়।
এবার লেপের নিরীহ বাসিন্দারা হাল্কা গলা খাকড়ানি দিয়ে বললো, ভাই, একটু দয়া করেন। বাখরাবাদ গ্যাসের লোকটি ঈষৎ বিরক্ত হয়ে বললো, এগুলা কি,একটু কি ঘুমাতেও পারবো না। আর পাদের গন্ধে পৃথিবীর কোথাও কেউ মরে যায়নি।চুপ থাকুন।আর এতোবেশী খারাপ লাগলে লেপের তলা থেকে বের হয়ে যান।যত্তোসব ! এটা বলেই শরীরে ঘুড়ির নাটাইয়ে যেভাবে সুতা বেড়ানো হয় সেভাবে শরীর মুড়িয়ে বাকি অনেকটা লেপ নিজের গায়ে জড়িয়ে নেয়। লেপের বাসিন্দারা সকালের অপেক্ষায় আছে।উফ! সুর্য যে এতো উপকারী লেপের তলায় না আসলে কখনোই বোঝা যেতো না।
- একটি নিরীহ ছোট গল্প।বাস্তবের কিছুর সাথে মিলে গেলে লেখক দায়ি নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন