জনতা ব্যাংকটাকে দেখলেই আমার মায়া লাগে।মানসচক্ষে দেখতে পাই,জনতা ব্যাংকটা আলুথালু শাড়ি পরিহিত আচলটা নিয়ে রাস্তায় লুটানো অবস্থায় হেটে যাচ্ছে নায়িকা সুচরিতার মতো।পিতৃত্বের দাবি নিয়ে সে এর ওর দ্বারে ঘুরে বেড়াচ্ছে।রাজিব বা মিজু আহম্মেদ গং তার সর্বনাশ করেছে।হয়তো কোন প্রবীর মিত্র বা আনোয়ার হোসেন তাকে আশ্রয় দিবে ধর্মের বোন মনে করে।
তারপর একদিন মান্না জন্মাবে।সে বড় হয়ে মিজু আহম্মেদদের এফডিসির পিছনের গুদামে নিয়ে এমন শিক্ষা দেবে,যাতে জনতা ব্যাংক সোনালি ব্যাংক হয়ে যাবে।কিন্তু এ পর্যায়ে এসেই পুলিশ বলবে, মান্না আইন নিজের হাতে তুলে নিবেন না।তখনি দিলদার এসে একটা লাস্ট কমিক ডায়লগ দিবে।এসময় রুপালি ব্যাংক সুচরিতাকে সালাম করতে আসবে।সুচরিতা বলবে,তোমার স্থান এইবুকে নয় মা,ফেসবুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন