বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

পামির মালভূমিঃ পৃথিবীর ছাঁদ।

পামির মালভূমিকে পৃথিবীর ছাঁদ বলা হয়,বাল্যকালে এ কথাটা আমাকে ভীষন অবাক করতো।কারন আমি দেখতাম আমার মাথার উপর তো আকাশ,কোন ছাঁদ তো দেখিনা।পরে জানলাম উচ্চতার জন্যই তার এ উপাধি।পামির হলো একটি পর্বতশ্রেনী যা মধ্য এশিয়ার পর্বতমালা গুলোর একটি জংশন,যা হিমালয়,কুনলুন,তিয়েনশান,কারাকোরাম ও হিন্দুকুস পর্বতমালা গুলোর মধ্যে বন্ধ্বনীরুপে কাজ করে।পামির এর প্রাকৃতিক দৃশ্য অসাধারন।আর পামিরের বিস্তৃতি বিশাল,তবে এর প্রধানতম অংশটি হলো তাজিকিস্তানের গরনো-বদখশান ও আফগানিস্তানের ওয়াখান করিডোর অঞ্চল।দক্ষিনে তা পাকিস্তানের গিলগিট ওয়াগিরিস্তান,কিয়দাংশ ভারতের কাস্মীর,উত্তরে কাজাকস্তান,পূবে চীনের কাশগর ও পশ্চিমে উজবেকিস্তানের ফরগানা আন্দিজান ভ্যালী পর্যন্ত।পামিরের উচু পর্বতমালা থেকে বহু নদীর উতপত্তী।পামিরের সর্বোচ্চ পর্বত চুড়ার নাম ঈসমাইল সামানি চুড়া,এর উচ্চতা ৭৪৯৫মিটার।অপরুপ পামিরের কিছু ছবি দিলাম।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...