গতমাসে আমরা কয়েক বন্দ্বু বান্দরবন চিম্বুক হয়ে নিলগিরি যাই।সাতকানিয়া কেরানিরহাট এর পর বিডি আর ক্যাম্প বাইতুল ইজ্জত পেড়িয়ে কিছু দূর গেলে আমরা ২টি গয়াল(পাহাড়ি মোষ) বাধা দেখতে পাই।খুব সুন্দর স্বাস্ত্যবান ২টি গয়াল,কিন্ত গাড়ি রানিং থাকাতে ফটো নিতে পারি নাই।আমার মনে পড়ে বাল্যকালে আমাদের এলাকায় এক লোক গয়াল এনে জবেহ করে মাংসের ভাগ বসায়,আমরাও কিনি।পরে আমি গয়াল বা মোষ সম্পকে জানতে পারি।পৃথিবীতে এর অনেকগুলো জাত আছে।আমাদের পঞ্চগড় বাংলাবান্দায় নিলগাই,আসামের জংগলে বুনো মোষ দেখতে পাওয়া যায়।থাইল্যান্ডে আছে বেটে বেটে পা ওলা কারাবাও,ফিলিপিনে আছে আনোয়া,ইন্দোনেশিয়ায় আছে বান্টেং,আফ্রিকায় আছে মোষ জাতীয় প্রানির মধ্যে সবচেয়ে শক্তিশালি কেপ বাফেলো,উত্তর আমেরিকায় আছে বাইসন।সবশেষে আমাদের অতি কাছে নেপালে ও তিব্বতে আছে চমরি গাই বা ইয়াক।শুধুমাত্র কৌতুহল থেকে এ পোস্ট।নিচে কিছু সংগৃহিত ছবি দিলাম।
পুরুষ গয়াল।
গয়াল।
চমরী গাই।
নীলগাই।
স্ত্রী নীলগাই।
আনোয়া।
বানটেং।
বানটেং।
কারাবাউ।
এলবিনো কারাবাউ।
কেপ বাফেলো।
বাইসন।
পুরুষ গয়াল।
গয়াল।
চমরী গাই।
নীলগাই।
স্ত্রী নীলগাই।
আনোয়া।
বানটেং।
বানটেং।
কারাবাউ।
এলবিনো কারাবাউ।
কেপ বাফেলো।
বাইসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন