রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

পাবদা মাছ!

গতকাল মাছ বিক্রেতার প্রতিক্রিয়া আমাদের(আমি ও বন্ধু) চমকে দেয়।সে পাবদা মাছ ৬০০ টাকা কেজি জানায়।আমরা ৪৫০টাকা হবে কিনা বলতেই সে মহা হতাশ হয়ে বললো, কার জন্য এইসব ভালো ভালো মাছ আনি বলেন তো।আপনারা যদি এমন করেন কি লাভ এসব বিক্রি করে।দুইটা টাকা লাভের জন্যই তো বাজারে বসা।এখানে আপনেরা করেন এসব,ঘরে বউয়ে বলে গায়ে মাছের গন্ধ, মসজিদে মুসুল্লি বলে গায়ে গন্ধ।কোথায় যামু বলতে পারেন।
আমরা অপরাধবোধ, না কিনতে পারার অক্ষমতা সব মিলিয়ে মানে মানে কোনমতে কেটে পড়লাম।এমনকি ১৫-২০ মিনিট রিক্সায় কোন কথা বলতে পারি নাই।তারপর হঠাত করে দুজনের মুখ দিয়ে একসাথে কথা বের হলো, আর পাবদা মাছ খামু না(একিই সাথে)!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...