মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

আমার বন্ধু মুরাদ।

আমাদের বন্ধু মুরাদ অত্যান্ত সেনসেটিভ মনের মানুষ।সত্যি বলছি,এমন সাদা মনের মানুষই আজকাল দেখা যায় না।সে অল্পতেই নার্ভাস হয়ে পড়তো।এতে আমরা দারুন মজা পেতাম।একবার আমি,রেজা সহ আরো অনেকে মাঠে বসে আড্ডা দিতেছি।এসময় দূরে দেখা গেলো সুন্দর একটা স্বাস্থ্যবান মুরগী।আপন ব্যক্তিত্বের গৌরবে মাথা উচু করে সেটি ক্রমাগত পাঁক খাচ্ছিলো।

মুরাদ সগর্বে বললো,এটা ব্যাটা আমাদের মুরগী।অকস্মাত অঘটন ঘটে গেলো।কোথা থেকে এক বখাটে রাঁতা মোরগ ছুটে এসে যা করার তা করে দিয়ে চলে গেলো।মুরাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেলো।সে অপ্রস্তুত হয়ে বললো,না না ,এটা না,আমাদের মুরগী আরেকটা।একদম সেইম সেইম দেখতে।

আমি বললাম,মুরাদ বাস্তবতা মেনে নে।এটাই তোদের মুরগী।আর তোর কোন দোষ নেই।তুই কেনো নার্ভাস হচ্ছিস?মুরাদ রে,মোরগ কুক কুরুক কুক করলেই মুরগীর ডিম হয় না রে।দুনিয়া এতো সোজা না রে।

মুরাদ ভুল বুঝলো আমাদের।উঠে চলে গেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...