মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

ঈসপের গল্পের আধুনিক পরিনতি।

কোথায় যেনো কৌতুকটা শুনেছিলাম।

পোলা ইদানিং ইয়াবা-হিরোইনখোর বদমাশ পোলাপাইনের সাথে ঘুরতেছে দেখে বাপে দুঃশ্চিন্তায় বাঁচে না।তাকে একটা হাতে কলমে শিক্ষা-দেওয়ার জন্য রাস্তা থেকে একটা পঁচা আম যোগাড় করে দোকান থেকে ১ কেজি ভালো আম এনে সেগুলোর সাথে রেখেছে।উদ্দেশ্য পঁচা আমের সাথে থেকে কিভাবে ভালো আমও পঁচে যায় তা বুঝানো।

কিন্তু দুইদিনেও ভালো আমগুলা পচে নাই,উল্টা খারাপটায় আরো যেটুকু পচার কথা ছিলো,সেটা যেনো থেমে গেলো।বাবা বুঝলো,শুয়োরের বাচ্চা দোকানি গুলো ফরমালিন দেয়াই এটা ঘটেছে।রাগে ক্ষিপ্ত হয়ে সবগুলো আম নিয়ে গিয়ে দোকানির মুখে নিক্ষেপ করে বাবা বলেছে,তোদের জন্য পোলাপাইন্দের যে একটা শিক্ষা দিবো,তারও কোন উপায় নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...