মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

চিনিলো কেমনে?

আইয়ুবের আমলে সে জনগনের ভোটাধিকার না দিয়ে বেসিক ডেমোক্রেট মেম্বার বা বিডি মেম্বার বলে কতগুলো টাউট লোকের সৃষ্টি করেছিলো।এরাই প্রথম আবহমান গ্রাম-বাংলার লোকদের মামলা-মোকদ্দমার সাথে পরিচয় ঘটান।কিছু বললেই মামলা,কিছু ঘটলেই মামলা,মানে এক কথায় মামলায় মামলায় সব সয়লাব করে ফেলেছিলো।

সেসময় এক বিডি মেম্বারকে এক ক্ষিপ্ত মহিষ গুতিয়ে মেরে ফেলে।তো পরের দিন,ইত্তেফাকে এটা প্রকাশিত হয় এই শিরোনামে"চিনিলো কেমনে"।খবরে ছাপা হয়,বিডি মেম্বাররা যে জনজীবন অতিস্ট করে ফেলেছে,সেটা সমস্ত জাতি জানে।কিন্তু মহিষটা কিভাবে জানলো?তাই ইত্তেফাকের সাধু ভাষায় তাদের ট্র্যাডিশন অনুযায়ী রিপোর্টিং ছিলো,মহিষটা বিডি মেম্বারকে চিনিলো কেমনে? - (ফয়েজ আহমেদের মধ্যরাতের অশ্বারোহী থেকে)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...