বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

বাঙ্গালপনা।

গরুর বাজারে গরু-ছাগল কেনার সাথে বিয়ের বাজারে বর-কনের বিয়ে কমপ্লিট হওয়ার একটা মিল আছে। উভয়ক্ষেত্রেই কিনে ফেলা বা হয়ে যাবার পর ধরা খেলে সংশ্লিষ্ট সবাই বলে ,এটা আল্লাহর ইচ্ছা, কিসমতে যা লিখা আছে তার বাইরে যাবার কোন উপায় নাই। কিন্তু ভিকটিমের সামনে থেকে সরে গিয়ে দূরে যেয়ে বলে, জন্মের ধরা একটা খাইছেরে। আরে নিশ্চয় মনে হারামিপনা নিয়ে বাজারে বা বিয়েতে নামছিলো।
আর কেনাবেচায় জিতে গেলে বা বিয়েতেও জিতে গেলে - ব্যক্তির সামনে বলবে- না ভাই,জিতছেন। কিসমতের বাইরে কেউ না। ব্যক্তির পিছনে বলবে- এক্কেবারে কসাইয়ের চোখ রে ভাই। গরুর দাবনাতে এরা একটা চাপড় দিয়ে বুঝে ফেলে কয়মন মাংস হবে।
একিই রকম বিয়েতে জিতে গেলে সামনে এক রকম বলবে।আর পিছনে বলবে- আহারে মেয়েটা কস্ট পাবে।এরা লোক ভালো নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...