তোফায়েল সাহেব রিটায়ার করেছেন। অফুরন্ত সময় উনাকে আরো খুতখুতে স্বভাবের করে দিয়েছে। এলাকার প্রায় দোকানদার উনার ব্যাপারে বিরক্ত। প্রতিটা জিনিস উনি খুব বেছে বেছে নেন, এতে সময় ও ব্যয় করেন, কথাও প্রচুর। আজকে উনি যথারীতি উনার বাসার সামনের দোকানে আসেন। আর সব দোকানদারের মতো এই ফিচেল ছোকরা দোকানীকে তার মোটেই পছন্দ নয়। ছোকরা তাকে দেখলেই মশকরা করার একটা সুযোগ নেয়। বিশেষ করে আজ যেটা করেছে,তাতে তিনি স্তম্বিত। এর বাবাকে বিচার দিয়ে কোন ফল হবে না। সেও একিই রকম।
তিনি আজ দোকানে ছোকরাকে জিজ্ঞেস করলেন, হাসের ডিম আছে? ছোকরা নির্লিপ্তভাবে জবাব দিলো- নাই। উনি অবাক হয়ে দেখলেন ,পুরো দুই ঝুড়ি ডিম দেখা যাচ্ছে। উনি আবার বললেন - কি ব্যাপার এই তো ডিম আছে। দোকানী ছোকরা জবাব দিলো- এগুলো নরম্যাল ডিম। আপনি সবসময় যেগুলো খুজেন একদম বড় বড় ,ডিমের গায়ে রক্ত লেগে থাকা, মানে যেই ডিম পাড়তে গিয়ে হাস-মুরগীর পোন ফেটে গেছে,সেগুলো আমার কাছে নাই, আছে এই নরম্যাল ডিমগুলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন