শুক্রবার, ১৮ মার্চ, ২০১১

আনাকোন্ডাঃসুন্দর ভয়ঙ্কর রহস্যের জালে ঘেরা।

আনাকোন্ডা বোয়া জাতীয় সাপের মধ্যে সবচেয়ে বড় ও বিষহীন যা প্রধানত দক্ষিন আমেরিকায় পাওয়া যায়।সবুজ ও হলুদ আনাকোন্ডার মধ্যে সবুজটিই আমরা বেশি দেখতে পাই।সবুজ আনাকোন্ডা ১৭ ফুটের বেশি লম্বা এবং এর ওজন ৯৮কেজির বেশি হতে পারে।হলুদ আনাকোন্ডা ব্রাজিল,পেরু,বলিভিয়া ও উত্তর আরজেন্টিনায় সাধারনত পাওয়া যায়,এরা আকারে ছোট।ফুটকি ওলা আনাকোন্ডা পাওয়া যায় সাধারনত উত্তর ব্রাজিল,ফ্রেন্স গায়ানা ও গায়ানাতে,এর আকারে মাঝারি।এছাড়া ত্রিনিদাদেও কিছু তাদের দেখতে পাওয়া যায়। আনাকোন্ডা প্রধানত মাছ,ছোট কুমির,ছাগল,কাপিবোরা ইত্যাদি শিকার করে,সরাসরি গিলে খায়।তাদের মুখের ভিতর খুদ্র খুদ্র ১০০টীর মত দাত আছে।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...