শুক্রবার, ১৮ মার্চ, ২০১১

মুঘল সমাধিঃমধ্যযুগের মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য এক নিদর্শন।

জহিরউদ্দিন মুহাম্মদ বাবর সাধারণত বাবর নামেই বেশি পরিচিত (ফেব্রুয়ারি ১৪, ১৪৮৩ - ডিসেম্বর ২৬, ১৫৩০) মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন। তিনি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তিনি তৈমুর লঙ্গ সরাসরি বংশধর ছিলেন এবং তিনি নিজে বিশ্বাস করতেন তিনি মাতার পক্ষ থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন।তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদী বংশীয় সুলতান ইব্রাহিম লোদী কে পরাজিত করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন।বাবর তার জীবনী বাবুর নামাতে বলেছেন কি পরিমান কস্ট করে শায়বানি খানের দ্বারা বিতারিত হিয়ে তিনি ফরগানা ছেড়েছেন।অদ্ভুত যে মৃরতুর আগে তিনি বলে যান তিনি মারা গেলে তাকে যেনো কাবুলেই সমাহিত করা হয়।জন্মস্থান ফরগানা বা দিল্লিতে তিনি সমাহিত হতে চান নি।কাবুল শহরে তার সমাধি বাগ এ বাবুর নামে পরিচিত।পুরো কাবুলে এর চেয়ে সুন্দর জায়গা খুব কমই আছে।মুঘলদের মধ্যে সবচেয়ে সুন্দর সমাধি হলো হুমায়ুনের।এটা দিল্লীতে।আকবরের সমাধি হলো সেকেন্দ্রাবাদ দুরগ,আগ্রাতে।সম্রাট জাহাংগীরের কবর হলো লাহোরের শারদাবাদে এটিও অনন্য।সম্রাট শাজাহানের কবর তো সবাই জানেন তাজমহলে।মুঘল দের মধ্যে মাত্র দুইজন প্রায় ৫০বছর করে রাজত্ব করেন,একজন আকবর আরেকজন আওরংগজেব।কিন্ত আওরংগজেব এর কবরটি সবচেয়ে সাধারন,এটি মহারাশট্রের খুলদাবাদে।নিচে ছবি দেয়া হলো

                                                                       বাবুরের সমাধি।

                                                                 বাগ ই বাবুর।

                                                                     বাবুরের সমাধি।

                                                                    হুমায়ুনের সমাধি।

                                                           আকবরের সমাধি,সেকেন্দ্রা দুর্গ।

                                                             জাহাংগীরের সমাধি।লাহোর,সারদাবাদ।

                                                             জাহাংগীরের সমাধি।

                                                            শাহজাহানের সমাধি।

                                                        আওরংগজেবের সমাধি।খুলদাবাদ,মহারাস্ট্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...