অনেকেই হয়তো জানেনা যে,ওকাপি বলে একটি প্রানি আছে।ওকাপি প্রানিটি ডেমোক্রেটিক রিপাব্লিক কংগোর উত্তর পুবে ইতুরির রেইন ফরেস্টগুলোতে বিংশ শতাব্দীর গোড়ার দিকেও দেখা যেত,যদিও এখন অনেক বিরল হয়ে উঠেছে।যদিও পা অ পিছনের দিকে ডোরাকাটা দাগের জন্য একে জেব্রার সংকরজাত বলে মনে হয়,বাস্তবে এটির সাথে জিরাফের মিল বেশি এবং এটি ভিন্ন এক জাত।১৮৮৭ সালে হেনরী মর্টন স্টানলির আফ্রিকা অভিযানের পর প্রথম মানুষ এর সম্পর্কে জানতে পারে।তিনি শুনতে পান এমন এক প্রানির নাম যা দেখতে জেব্রা ও গাধার সংকরজাত,পিগমীরা একে ডাকে অ্যাটি নামে।আরেক ইংলিশ অভিযাত্রি হ্যারি জন্সটন ১৯০১ সালে প্রথম এর মৃতদেহ লন্ডনে আনেন এবং তা গনমাধ্যমে ব্যাপক প্রসার পায়।১৯০১ সালে উগান্ডার ব্রিটিশ গভর্নর স্যার হ্যারি জন্সটন জানতে পারেন ,জার্মান সার্কাস মালিকরা কিছু পিগমীদের ধরে নিয়ে গিয়ে ইউরোপে প্রদর্শন করছে।তিনি তাদের উদ্বার করে বনে ফেরত দিয়ে আসেন।পিগমীরা কৃতজ্ঞবশত; তাকে ওকাপির চামড়া ও মাথার খুলি উপহার দেন।যদিও তিনি স্বচক্ষে ওকাপি দেখেননি,কারন ওকাপি ইতুরি রেইনফরেস্টের অনেক গভীরে বাস করে।বর্তমানে ১০ হতে ১৫ হাজারের মত এরা জীবিত আছে।ছবি দিলাম ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।
ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...
-
ব্লগ এ অনেকে জানতে চায় কোন সাপ কেমন?আসলে শঙ্খচূড় সাপই হলো কিংকোব্রা।দাঁড়াশ এর ইংরেজি নাম হলো রেট স্নেক।চন্দ্রঁবোড়া হলো রাসেল ভাইপার।কা...
-
হযরত আলী(রাঃ) মসজিদ। আমরা আফগানিস্তানকে শুধু যুদ্ববিধংস দেশ বলে জানি।প্রকৃতপক্ষে দেশটি কাস্ম...
-
বাংলাদেশে জীববৈচিত্রগত যেসব পরিবরতন গত দুই দশকে দেখা যায়,তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের বেশ পরিচিত কিছু প্রানির প্রায় বিলুপ্তি।যেমনঃবনরু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন