বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

ওকাপিঃআফ্রিকার প্রাণীবৈচিত্রের বিরল নিদর্শন।

অনেকেই হয়তো জানেনা যে,ওকাপি বলে একটি প্রানি আছে।ওকাপি প্রানিটি ডেমোক্রেটিক রিপাব্লিক কংগোর উত্তর পুবে ইতুরির রেইন ফরেস্টগুলোতে বিংশ শতাব্দীর গোড়ার দিকেও দেখা যেত,যদিও এখন অনেক বিরল হয়ে উঠেছে।যদিও পা অ পিছনের দিকে ডোরাকাটা দাগের জন্য একে জেব্রার সংকরজাত বলে মনে হয়,বাস্তবে এটির সাথে জিরাফের মিল বেশি এবং এটি ভিন্ন এক জাত।১৮৮৭ সালে হেনরী মর্টন স্টানলির আফ্রিকা অভিযানের পর প্রথম মানুষ এর সম্পর্কে জানতে পারে।তিনি শুনতে পান এমন এক প্রানির নাম যা দেখতে জেব্রা ও গাধার সংকরজাত,পিগমীরা একে ডাকে অ্যাটি নামে।আরেক ইংলিশ অভিযাত্রি হ্যারি জন্সটন ১৯০১ সালে প্রথম এর মৃতদেহ লন্ডনে আনেন এবং তা গনমাধ্যমে ব্যাপক প্রসার পায়।১৯০১ সালে উগান্ডার ব্রিটিশ গভর্নর স্যার হ্যারি জন্সটন জানতে পারেন ,জার্মান সার্কাস মালিকরা কিছু পিগমীদের ধরে নিয়ে গিয়ে ইউরোপে প্রদর্শন করছে।তিনি তাদের উদ্বার করে বনে ফেরত দিয়ে আসেন।পিগমীরা কৃতজ্ঞবশত; তাকে ওকাপির চামড়া ও মাথার খুলি উপহার দেন।যদিও তিনি স্বচক্ষে ওকাপি দেখেননি,কারন ওকাপি ইতুরি রেইনফরেস্টের অনেক গভীরে বাস করে।বর্তমানে ১০ হতে ১৫ হাজারের মত এরা জীবিত আছে।ছবি দিলাম ।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...