শুক্রবার, ১৮ মার্চ, ২০১১

বিলুপ্তপ্রায় তুষারচিতা এখন ভয়ানক হুমকির মুখে!

তুষারচিতা বা স্নো-লেপার্ড পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিড়ালজাতীয় প্রানি।এবং সম্ভবত একিই কারনে তা দূলর্ভ ও হুমকির সম্মুখিন।এ প্রানিটি মধ্য এশিয়া ও দক্ষিন এশিয়ার সুউচ্চ পবর্তমালা থেকে শুরু করে ১২৩০০০০বর্গ কি:মি; এলাকাজুড়ে বিচরন করে।এটিকে দেখতে পাওয়া যায় পশ্চিমে আফগানিস্তানের হিন্দুকুশ পবর্তমালা হয়ে ওয়াখান কড়িডোর ছাড়িয়ে সমগ্র পামির মালভুমিতে,নর্থ ওয়েস্ট পাকিস্তান,কাশ্মির,নেপাল,ভুটান,কাজাখস্তান,কিরগিজস্তান,সির দরিয়া,ককেশাস অন্চল,উত্তরের লেক বৈকাল ও গোবি মরুভুমিতে।এছাড়া তিব্বতের আলটিন টাগের উত্তরেও এর দেখা মেলে।নিচে কিছু ছবি দিলাম।








                                                                     বিচরনস্থল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...