গ্রাম্য সহজ সরল মহিলা স্বামীকে জিজ্ঞেস করছে,আইচ্ছা এই যে টিভিতে দেখায়
বীরবত হওয়া আর তীব্র নিন্দা ব্যাফারডা কি?স্বামী বললো,ব্যাফারডা অইলো এই
তুই এখন ঘুমাবি?দুনিয়ার সব বালছাল আলাপ।সারাদিন কাম কইরা হোগা ফাডে,উনি
আইছেন টিভির আলাপ চোদাইতে।স্ত্রী বলে, আইচ্ছা মানুষ তার বউয়ের লগে কত
সুন্দর কইরা কথা কয়,তুমি এমুনকা। খালি আইয়া কয়ডা খাইয়াই ভইরা দেও। সিধা
কইলেই হয়,কথাডার মানে।স্বামী বলে,তরে কমু কথার মানে,আরে তুই তো শুদ্ধু
কইরা কইবারই পারোস না,শোন কথাডা বীরবত না হইবো বিব্রত মানে শরম লাগা।বিয়ার
জামাইরে দেহস না শরমে মুখে রুমাল দিয়া রাখে,মানে হে বিব্রত হইছে।আর তীব্র
নিন্দা,তোরে কেমনে বুঝায়,মনে কর এডাও একটা খারাপ গালি ।স্ত্রী বলে,এডা কি
এই মাগির ঝি এর মত গালি।স্বামী বলে,আরে না।এই ধর তোরে তীব্র নিন্দা
করি,মানে তোরে ঘৃন্না করি।মানে মনে কর, ঘৃন্নায় মুইত্যা দিবার মত
অবস্থা।স্ত্রী বলে,আমার টিভির এই গালিডি ভাল্লাগছে।বারেক্কার বউরে এখন
থেইক্কা মাগির ঝি না কইয়া কমু,তোরে তীব্র নিন্দা,তোর মুখ দেখতেও বিব্রত
লাগে।অনেক সুন্দর হইছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।
ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...
-
ব্লগ এ অনেকে জানতে চায় কোন সাপ কেমন?আসলে শঙ্খচূড় সাপই হলো কিংকোব্রা।দাঁড়াশ এর ইংরেজি নাম হলো রেট স্নেক।চন্দ্রঁবোড়া হলো রাসেল ভাইপার।কা...
-
হযরত আলী(রাঃ) মসজিদ। আমরা আফগানিস্তানকে শুধু যুদ্ববিধংস দেশ বলে জানি।প্রকৃতপক্ষে দেশটি কাস্ম...
-
ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন