বুধবার, ১০ জুলাই, ২০১৩

চলমান জীবনের টুকরো কাহিনী-২

বিটিভিতে দেখলাম,ভ্রাম্যমান আদালত এজতেমার সময় সেখানে যেসব জরি বুটি সালসা হাকিমি দাওয়াখানার দোকান দিয়েছে তাদের ধরলো।প্রচারের সময় তারা ছোট হ্যান্ডমাইকে বলছিলো,তাদের হর্স পাওয়ার বটিয়া খেলে নিচ তলায় ভূমিকম্প হয়ে যাবে।র‍্যাব সহ অনুস্টানের উপস্থাপক জিজ্ঞেস করতেছে-আপনি নিচতলায় ভূমিকম্প বলতে কি বুঝাচ্ছেন?সে বলে-মানে উত্তেজনা আর কি।

উপস্থাপক-উত্তেজনা আর কি মানে কি নিচ তলায় ভূমিকম্প?সে বলে-মানে স্নায়ুর তাড়না।আপনি কি আসলে সেক্সের ঔষধ বিক্রি করছেন?জ্বি জ্বি ঠিক।
আপনি এখানে এস্তেমাতে কেনো সেক্সের ঔষধ বিক্রি করতেছেন?এখানে হাজার হাজার মুসল্লি কি করতে আসে বলে আপনার মনে হয়?জ্বি স্যার ইবাদত করতে।
তাহলে আপনি সেক্সের ঔষধ কেনো নিয়ে আসলেন?এটা কি অন্যায়?জ্বি স্যার অন্যায়,আমার এ ঔষধ স্যার ক্ষতি নাই,বলবৃদ্ধিকারক,স্থায়িত্ব বৃদ্ধি পায়।

অতঃপর ভ্রাম্যমান আদালত কোনরূপ হর্স পাওয়ার বা বলবৃদ্ধিকারক ঔষধ ছাড়াই তাদের জরিমানাসহ কারাবাসে দন্ডিত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...