সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

সুইসাইড খাওয়া।

আচ্ছা,তোমরা কিছু একটা ঘটলেই সুইসাইড খাও, সমস্যাটা কি?কয়দিন আগে ফেসবুকেই পড়ছিলাম এক মেয়ে ডেটল খেয়ে ফেলছে,তার বান্ধবী জানালো, সে তার একটা সেলফি দিয়েছিলো,কিন্তু টানা দুইদিনে হারাম একটা লাইক না পড়াতে সে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে|সেই বান্ধবীই জানালো পোস্টটা অনলি মি থাকাতে এই ভুল বোঝাবুঝি|
আরে তুহিন ভাই,আপনি আমার আত্মহত্যার চেস্টার সাথে এসবের তুলনা দেন,এজন্যও আমার আবার সুইসাইড খাইতে ইচ্ছা করতেছে|আব্বা কোরবানীর দিন গরু কাটার ওইখানে আমাকে সবার সামনে থাপ্পড় মারছে|আমিই কাজে হেল্পকরার জন্য গরুর একটা ঠ্যাং ধরেছিলাম,হঠাৎ হাত থেকে ঠ্যাং টা কিভাবে যে ছুটে গেলো|পাশের বিল্ডিং এর আংকেলের সাথে আমরা একসাথে কোরবানি দিচ্ছিলাম ,হায়! আমিই আংকেলদের সুবিধা হবে ভেবে তাদের বিল্ডিং এর সামনেই গরু ফেলার জন্য আব্বাকে রাজি করাই| কতোকষ্টে আংকেলের মেয়েকে ভুলকি ভালকি দিয়ে লাইনে আনছিলাম এই একটা চোবার(থাপ্পড়) এ গরুর ঠ্যাং না শুধু, মেয়েটাই হাতছাড়া হলো| পথেঘাটে দেখা হলে যে হাসিটা দেয়, শুধু ওটাই মরে যাবার জন্য যথেষ্ট !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...