শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বাস স্টেশনে।

স্বামী-স্ত্রী রাত সাড়ে এগারোটায় রিকশা করে বাস স্টেশন এলেন।তারা ঢাকার বাস ধরবেন।রিক্সাওলাকে স্বামী ৪০টাকা ভাড়া দিলেন।হতবাক হয়ে রিক্সাওলা ভাবেন,দিনেও তো এর ভাড়া ৫০ টাকা হেসেখেলে আদায় হয়! সে বললো,স্যার এতোরাতে ভাড়া মারলাম,কিছু তো বাড়িয়ে দেয়া উচিত? স্বামী দাতমুখ খিচে জানালো, কুত্তার বাচ্চা তোকে কি ৫০০ টাকার নোট ইয়ে দিয়ে ভরে দেবো?রিক্সাওলা বেদনায় নীল হয়ে ভাবে, প্যান্ট-শার্ট পড়া লোক কেমনে এই ব্যবহার করে?
সে চলে যাবার উপক্রম করতেই স্ত্রীটি তাকে নরম গলায় ডাকে।তার হাতে ভ্যানটি ব্যাগ খুলে ২০ টাকা দেয়।তার চোখে ইষত লজ্জা আর ক্ষমাপ্রার্থনা।আর রিক্সাওলা প্রকৃত নাইট শিভালরী দেখিয়ে সালাম জানায়।
এক্ষেত্রে যদি আরোহী দুজনই পুরুষ হতো ,রিক্সাওলা ভাবতে ভাবতে প্যাডেল মারতো, দেখো মানুষে মানুষে কতো তফাৎ!
যেহেতু আরোহীদ্বয় স্বামী-স্ত্রী ছিলো ,রিক্সাওলা ভাবতে ভাবতে প্যাডেল মারছিলো যে, দেখো একই খাটে শুয়ে দুজনের মধ্যে কতো তফাৎ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...