শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

মুল্যবোধের অভাব!

কোপায়ে দিলো কে? আর মুল্যবোধের অভাব হয়ে গেলো জনগনের।
গ্রামের চেয়ারম্যানের পোলায় এক গাভীরে একা পেয়ে করে দিলো।গাভীর মালিক কানতে কানতে বিচার চাইতে এলো চেয়ারম্যানের বাড়িতে।সাথে হতভাগ্য গাভী ,গাভীর চোখেও জল ।চেয়ারম্যান সব শুনে ক্ষেপে উঠলো ,এসব আমার শত্রু-পক্ষের ষড়যন্ত্র। আমি খবর নিয়েছি, তোমার গাভীর চরিত্রের ঠিক নাই, ওর মুল্যবোধের অভাব।
এই যে এতোগুলা কথা বলতেছি, তারমধ্যেও তোমার গাভীর মধ্যে কোন লজ্জা-শরম, হায়া,ইল্লতের কোন চিহ্ন দেখা যায়তেছে না।দেখেন সবাই ,কি বেহায়ার মতো এখনো খড় চাবাইয়া যাইতেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...