শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

মহেশ চন্দ্র শর্মা।

ভারতের রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা বলেছেন,ময়ুর ব্রহ্মাচারী পাখি।এরা যৌন সংসর্গ করে না,ময়ুরী ময়ুরের চোখের জল পান করে গর্ভবতী হয়।কি মারাত্বক বৈজ্ঞানিক আবিষ্কার!
এই রকম লোকের হাতে ইন্ডিয়ান পেনাল কোড!
আমি দিব্যচোখে ভাবতেছি আর দেখতাছি, পুরুষ ময়ুরটা আ: আ: কইরা কানতেছে,আর তার চোখের জল পান কইরা আইসা ময়ুরী জানাইতাছে তুমি বাবা হইতাছো।আমার পেটে তোমার ডিমডিমাডিম ডিমডিমাডিম ডিম।হাট্টিমাটিম টিম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...