শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

সাবমেরিন ক্রয়।

প্রথমে কিন্তু চায়না নেপালরেই বলছিলো,দুইটা সাবমেরিন আছে, নিবি?
মামার মতো করে দিয়ে দিবো।
নেপাল জিজ্ঞেস করছিলো,এগুলার র‍্যাম কতো জিবি?সেল্ফি ক্যামেরা কতো মেগার?
চায়না আবাচ্য গালাগালি করে ফেরত আসছিলো।কাস্টমার কেমনে এরকম স্টিমার হয়।
তারপরেই বাংলাদেশের কাছে প্রস্তাব।এই ব-দ্বীপের কাস্টমার কোনদিন কারো কাছ থেকে কিছু কিনে ঠকে নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...