শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

পার্টস অভ স্পিচ।

আমার পাশ দিয়ে এক লোক কানে ফোন নিয়ে তীব্র ক্ষোভের সহিত বলে যাচ্ছে, কিয়ারে কুত্তার বাইচ্চা, হোন কিল্লাই দরস না।হইসা খরচ করি তোগো কামে তোগোরে হোন করি, আড়ে কি কোনো বুতে নি হোন মাইচ্ছে।
আমি ভাবলাম, একলাইনে "হোন "কথাটাই কতো না অর্থব্যঞ্জক ও তা ৎপর্যপুর্ন। ছোট থাকতে পড়া পার্টস অভ স্পিচ ভুলে গেছিলাম। নাউন, প্রোনাউন, ভার্ব,এডভার্ব, প্রি পজিশন সব ভুলে গেছি। কার কি কাজ ছিলো সব আস্তে আস্তে মনে করতেছি।শুধু শেষের অশরীরী কিছুর সাথে ইন্টারকোর্স বাদ দিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...