শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

১৪ লম্বর!

কি কথা থেকে কি কথা এসে যায়! চট্টগ্রাম এর লোকেরা লম্বর(নম্বর) ট্যাগিং এ অনেক আগে থেকেই অভ্যস্ত। প্রতারনার জন্য এখানে লম্বর ট্যাগিং লিংগ বা জেন্ডারভেদে হয়।যেমন: পুরুষের ক্ষেত্রে সেটার সম্মোধন,.... দানির ফোয়া,তর ছিটিং এর মারে বাপ ১৪ লম্বর ছিটিং, মহিলাদের ক্ষেত্রে দুই লম্বর মাইয়া ফোয়া।
চট্টগ্রামের সিএনজি ওলারা তাই ১৫ লাম্বার যাবি না? এটা শুনলে অবাক হয় না।১৫ লম্বর মানে নেভালের ওখানে, ৩নম্বর মানে এমপিবি গেইট নিউমোরিং।তেমনি চট্টগ্রামের বিদ্যুৎ বিভাগের লোকেরা যখন জানে কেউ আছে ২১০ এ,তারা বুঝে সে রাউজান ২১০ মেগা তাপবিদ্যুৎ এ আছে।তেমনি সিক্সটি মেগাওয়াট কেউ আছে জানলে বুঝে ফেলে সে শিকলবাহা বিদ্যুতকেন্দ্রে আছে।
এই নাম্বারিং এ বিপত্তি ঘটে মাঝে মাঝে,বেজায় বিপত্তি। জিইসি মোড়ের পরেই আছে ষোলশহর ২ নম্বর রেলগেইট।সেখানে একবার বাসের হেল্পার সং ক্ষেপে মহিলা নামার সময় বলে ফেলেছিলো, ওস্তাদ বামে ফেলাস্টিক,২ নম্বর মাইয়া ফোয়া নামিবো।মহিলার মাইরও খাইছে, পাবলিকের চড়-থাপ্পড়।কানে ধরে ১০ বার বলতে হইছে, দুই নম্বর গেইট মহিলা নামবে,মহিলা নামবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...