শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

প্রস্তরযুগ ও ফেসবুক।

প্রস্তরযুগে ফেসবুক না থাকাতে মানুষ স্ট্যাটাসগুলো গুহার দেয়ালে দিতো।সেখান থেকেই তখনকার মানুষের মধ্যে কিছু লোক যে বৃষ্টি-বাদলার দিনে গুহায় বসে কয়দিন আগের জীবজন্তুর শিকারের দৃশ্য দেয়ালে আকতো,তা বোঝা যায়।গবেষনায় দেখা গেছে এরাই ফেসবুকের আদিম ব্যবহারকারী।তখন স্টাটাসে লাইক পড়তো ক্লিকে না, সবাই স্টাটাসের ছবি দেখে হাতের অস্ত্র বা পাথর উচিয়ে ছাতাপড়া দাঁত দেখিয়ে উল্লাস করতো। আর ডিসলাইক বাটন ফেসবুকে এখন না থাকলেও তখন তা বিপদজনক ভাবে ছিলো। আঁকা ছবিতে নিজেদের কেউ বাদ পড়েছে বুঝতে পারলেই ফের ছাতাপড়া দাঁত খিচিয়ে এ ওর মাথা ফাটিয়ে দিতো।স্টোনবুক খুব কঠিন ব্যাপার ছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...