মুখ গহ্বরের কোষ আর পায়ুপথের ভিতরের কোষ দুটোই এপিথেলিয়েল কোষ(আমার যদি ভুল না হয়ে থাকে)।যদিও গঠনগত বিশ্লেষনের জন্য দুই জায়গার কাজের পার্থক্য আছে।একটিতে দাঁত থাকায় তা দেখতে একরকম আর আরেকটিতে না থাকায় তা দেখতে আরেকরকম।একটিতে ভোকাল কর্ড আছে,আরেকটিতে না থাকলেও আছে।কোন কোন মানুষের মধ্যে স্রস্টার অপার মহিমায় দুটার তফাৎ ধরা যায় না,এমন লোক পোন্দে-মুখে কথা বলে।এতে আশ্চর্য হওয়ার কিছু নাই,এরশাদ লোক তত খারাপ না।এই মৃত্যু জনপদে সেই কিছুটা আনন্দ দেয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।
ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...
-
হযরত আলী(রাঃ) মসজিদ। আমরা আফগানিস্তানকে শুধু যুদ্ববিধংস দেশ বলে জানি।প্রকৃতপক্ষে দেশটি কাস্ম...
-
ব্লগ এ অনেকে জানতে চায় কোন সাপ কেমন?আসলে শঙ্খচূড় সাপই হলো কিংকোব্রা।দাঁড়াশ এর ইংরেজি নাম হলো রেট স্নেক।চন্দ্রঁবোড়া হলো রাসেল ভাইপার।কা...
-
বাংলাদেশে জীববৈচিত্রগত যেসব পরিবরতন গত দুই দশকে দেখা যায়,তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের বেশ পরিচিত কিছু প্রানির প্রায় বিলুপ্তি।যেমনঃবনরু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন