শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

লবজ।

এই যে আজকে আমাকে আমওলা বললো যে,তার আমগুলা অমায়িক মিষ্টি।এটা শোনার পর আমার মনে পড়লো অনেকের এজাতীয় কিছু গুনবাচক শব্দ বা বিশেষন ভালো লেগে যায় ।পরে তারা এটির গন-ব্যবহার চালিয়ে যায়।
আমার বন্ধু হারুনের প্রিয় শব্দ হলো "কোনঠাসা"।সে যেকোন পরিস্থিতিতে এটির ব্যবহার করে।উজ্জলের প্রিয় শব্দ ছিলো"একাকার"।বৃষ্টিতে রাস্তাঘাট একাকার এই জাতীয় কথা বলার পরও কোন সুন্দরী দেখলে সে বলতো, বোজজস মাইয়াডারে দেইক্যা মনডা একাকার অইয়া গেছে।
ছোট ভাই বায়েজিদ যেকোন অবস্থায় বলতো "আদ্যপ্রান্ত"।এবং অনেক অনেক বার এই কথাটা ইউজ করতো।মামুন এর প্রিয় ছিলো পুংখানোপুংখু।নান্টু বলতো ,এতো মনোরম না।কোন কিছু সুন্দর না হলে।
আমাদের এক দাদার দিয়াশলাই শব্দটা খুব ভালো লেগে গেছিলো।আমাদের গ্রামে এটাকে প্রচলিত ভাষায় ভান্ডি বলা হতো।এভাবেই চলছিলো।কিন্তু ঐ দাদার দিয়াশলাই কথাটা ভালো লেগে গেছিলো।উনি দাদিকে একদিন শিক্ষিত মনোভাব বোঝানোর জন্য বলে ফেলছিলো, দিয়াশোলাইটা একটু দাও তো? দাদি অবাক হয়ে বলে ,জিনিসটা কি?দাদা বলে ,আরে মুরুক্ষ মেয়েলোক এইটা আর কি দিয়াশোলাই।আর দাদী ক্ষেপে গিয়ে বলে, এহ! কি আমার জ্ঞানের জাহাজটা।ভান্ডি ভান্ডি বলতে বলতে মরনের টাইম আইস্যা পড়ছে,এখন উনি দিয়াশোলাই শিখাইতে আসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...