শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ঠ্যাডা।

আজকে চট্টগ্রামে ভয়ানক ঠ্যাডা পড়া দেখে মনে পড়লো ওইদিন একজায়গায় পড়লাম,বিশ্বের সর্বোচ্চ ঠ্যাডা পড়া ৩টা দেশের মধ্যে ২য় বাংলাদেশ।গতবছরই ২দিনে ঠ্যাডা পড়ে ৫৫-৫৬জন মারা গেছিলো।
আমাদের দেশে ঠ্যাডা পড়ে মরলে ভিকটিমের পরিবার নতুন নাম পায়।ধরেন, তার নাম হয়ে যায় ঠ্যাডা মফিজ ওরফে ঠ্যাডা মফিইজ্জা।এদিকে গায়ে ঠ্যাডা পড়াতে ঠ্যাডা মফিজেরও মরোনোত্তর শান্তি বিঘ্নিত হয়।কারন আমাদের দেশে একদল লোক আছে যারা ভাবে,ঠ্যাডা পড়া ব্যক্তির কংকালে ম্যাগনেট এসে যায়।অতএব পাহাড়া দিয়েও এই কংকাল রাখা যায় না।এই ম্যাগনেট ওলা কংকাল চোরের দল আর সীমানা পিলার চুরি করার দল কাকতালীয় ভাবে একিই দল।
চট্টগ্রামে এক সাবেক এমপির বাপ এই ঠ্যাডা পড়ে নিহত হন।এমপি হওয়ার আগ পর্যন্ত উনাদেরকে এলাকার মানুষ ঠ্যাডা অমুকের পোয়া বলেই চিনতো।নাম বলতে পারবো না ভাই।মানহানি মামলা গায়ে ঠ্যাডা পড়ার থেকেও খারাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...