শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ময়নামতি বিভাগ!

রানী ময়নামতির নাম থেকে ময়নামতি বিভাগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।উনি কে?কার সাথে উনার লাইন ছিলো?উনার হাসবেন্ডের নাম কি?কেউ উনার রুপে গুনে মুগ্ধ হয়ে উনাকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছিলো কিনা? এসব কিছুই ইতিহাসে নাই।শুধু উনার নামে রানী ময়নামতির একটা প্রাসাদ আছে ওই এলাকায়।
এ থেকে ইতিহাসবিদেরা আন্দাজ করতে পারেন উনার ঢক-সুরত এতো মনোরম ছিলো না।ইতিহাসবিদেরা মাটি খুড়ে অত্র এলাকা চদরবদর করে ফেলেছেন।তাও একটা প্রেমকথার সুতাও খুজে পাননি।উলটো খুড়াখুড়ি চলাকালে ইতিহাসবিদরা চা নাস্তার বাকি ফেলে চলে যাবার চেস্টাকালে গ্রামবাসীদের সাথে রক্তক্ষয়ী লড়াই ঘটে।চারজন পালিয়ে যেতে সক্ষম হন।তিনজনকে রানী ময়নামতির ভিটায় বেধে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...