শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বৃষ্টিতে একদিন।

আজকে চট্টগ্রাম আক্ষরিক অর্থেই ডুবে গেছে।এ পর্যন্ত এটা এই সিজনের রেকর্ড বৃষ্টিপাত। সারা নগরী বিভিন্নদিকে জলমগ্ন হয়ে কোলাপ্স হয়ে গেছে।রাস্তায় যান-বাহনের অপ্রতুলতা সমস্যাকে আরো প্রবলেম করে ফেলছে।আমি ঘন্টাখানেক দাড়িয়েও কিছু ম্যানেজ করতে পারি নাই।শেষে দেখি চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের এক সম্পুর্ন খালি বাস যাচ্ছে।আমি লাফ মেরে উঠে পড়ি।হেল্পারসহ ড্রাইভার হৈহৈ করে উঠে, আমি এটাতে কেন উঠছি জানতে চায়।
আমি বলছি, দেখেন আমি চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ে পরীক্ষা দিছিলাম, কিন্তু টিকি নাই।এখন কি নেমে যাবো?দুজনেই সহাস্যে জানালো, না থাকেন, জিইসি পর্যন্ত যেতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্রাট আকবর ও মুসলমানী প্রসঙ্গ।

ইতিহাসের এইদিনে এই ভ্যালেন্টাইন ডে তে ১৪ ফেব্রুয়ারী,১৫৫৬ খ্রীঃ সম্রাট আকবর ১৪ বছর বয়সে দিল্লীর সিংহাসনে আসীন হন। ভ্যালেন্টাইন ডে তে সম্র...